বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর সম্ভাব্য খুনিকে চিনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। সে দেশের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার একাধিক পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের সম্ভাব্য খুনিকে (পারসন অব ইন্টারেস্ট) শনাক্ত করতে সক্ষম হয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ ব্যাপারে পুলিশের একাধিক সূত্র তাদের নিশ্চিত করেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কোনও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।