জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।
করোনায় বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৬৬৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র এখনও করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জনের। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৮ লাখেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। সূত্র: ইউএনবি