নতুন পালক জুড়ল অভিনেতা আয়ুষ্মান খুরানার মুকুটে। টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জায়গা করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা।
ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করে নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন ‘ড্রিম গার্ল’ তারকা। ইনস্টাগ্রামে আয়ুষ্মান লেখেন- ‘টাইমসের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় সামনে এসেছে। আমি এই তালিকায় জায়গা করে নিতে পেরে গর্বিত’।
তথাকথিত হিরোসুলভ ছবির বাইরে গিয়ে ছবির চিত্রনাট্য বাছতে পছন্দ করেন আয়ুষ্মান। প্রত্যেক ছবিতে গুরুত্বপূর্ন সামাজিক বার্তা তুলে ধরবার চেষ্টা করেছেন অভিনেতা। পর্দায় সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতেও পিছপা হননি তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি