বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দ্বিতীয় দফার মতো আবারও তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাকে।
নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস গতকাল (২২ সেপ্টেম্বর) হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। তাই আপাতত মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে।
অন্যদিকে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক। এটার শুনানি হবে আগামীকাল।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের বিষয়টিতে উঠেপড়ে লেগেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।