১৪ বছর পর অভিনেত্রী-নির্মাতা কবরী সারোয়ার গত মার্চে শুরু করেছিলেন তার দ্বিতীয় নির্মাণ ‘এই তুমি সেই তুমি’। সঙ্গে নিয়েছিলেন দুই নতুন মুখ রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়াকে।
মাত্র কয়েক দিনের শুটিং করেই সবাই চলে যান সেলফ কোয়ারেন্টিনে। অবশেষে শুটিংয়ে ফিরেছেন কবরী।
গতকাল (বুধবার) উত্তরার একটি শুটিং বাড়িতে থেকে আবারও ক্যামেরা মেলে ধরেছেন এই কিংবদন্তি। এক সপ্তাহ টানা কাজ চলবে। এতে অংশ নিয়েছেন ছবির দুই শিল্পী রিয়াদ ও সালওয়া।
সালওয়া জানান, ‘আগামী ২৯ তারিখ পর্যন্ত আমরা শুটিং করবো। এবার নানাদিক পরিকল্পনা করে শুটিং করা হচ্ছে। এর আগে আমরা কয়েক সপ্তাহ টানা কবরী ম্যাডামের বাসায় অনুশীলন করেছি। উদ্দেশ্য ছিল, শুটিংয়ের সময় বাঁচানো ও পারফেক্ট কাজ হওয়া। সেভাবেই কাজটি শুরু হয়েছে।’
সালওয়া আরও বলেন, ‘প্রথমবার শুটিং বাতিল হওয়ায় বেশ ক্ষতি হয়েছিল। তাই এবার দ্রুত সময়ে কাজটি শেষ করার পরিকল্পনা ম্যাডামের।’