শৈশবেই টলিউডের সঙ্গে পরিচয় ঘটেছিল তার। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই যাত্রা আজও সগৌরবে চলছে। গত ৩৫ বছর ধরে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রকে নেতৃত্ব দিয়ে চলেছেন। বলছি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।
তার সমসাময়িক অনেক অভিনেতা যেখানে বয়সের কাছে হার মেনে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন, সেখানে এখনো নায়কের চরিত্রে দেখা মেলে তার। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের দৌঁড়ে তিনি এখনও সবার থেকে এগিয়ে প্রসেনজিৎ।
আজ টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫৮তম জন্মদিন। ১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি