নিউজ ডেস্ক/বিজয় টিভি
একমাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম। এরপর তাকে নিয়ে যাওয়া হবে মিরপুর সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড তে (সিআরপি)।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে হাসপাতাল থেকে তিনি ছাড়া পান।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২ সেপ্টেম্বর রাতে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা ওমর আলীকেও জখম করে দুর্বৃত্তরা।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে এবং পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় ওয়াহিদাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি