আগামী ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জ়োনের বাইরে দেশের সব রাজ্যের সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স খুলে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার এই নির্দেশে বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ আসন নিয়ে খোলা যাবে প্রেক্ষাগৃহ। এই মর্মে এসওপি ইসু করবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এই নির্দেশ পৌঁছানো মাত্র কলকাতা ও রাজ্যের সিনেমা হল মালিকরা আশার আলো দেখছেন। তবে ১৫ অক্টোবর না ১৬ অক্টোবর (শুক্রবার) হল খোলা হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি অনেকে। এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি বললেন, ‘‘এসওপি দেখেই এসভিএফ সিনেমাজ় খোলা হবে।
হল খোলার প্রসঙ্গে নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানি বললেন, ‘‘দর্শকরা কেবল অনলাইনেই টিকিট কাটতে পারবেন। টিকিটের মূল্য আগের মতোই রাখা হবে।’’ প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তের কথায়, ‘‘হল খোলার সিদ্ধান্ত এখনও নিতে পারিনি। ভাল, নতুন ছবি না পেলে কি খরচ উঠবে?’’
নিউজ ডেস্ক/বিজয় টিভি