ক্যারিয়ারে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা নেহাতি কম নয় তার। তবুও পরিচিত এই ছকে নিজেকে আটকে না রেখে ভালো লাগা থেকেই ছোট পর্দায় অভিনয়ের জার্নিটা শুরু করেন তাহসান খান। তারপর একদিন বড় পর্দাতে নায়ক হয়েই অভিনয়টা করে ফেললেন তাহসান।
অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে তাহসান খানের মুক্তি পাওয়া একমাত্র সিনেমা ‘যদি একদিন’। কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী সঙ্গে পর্দায় জুটি বাঁধেন তাহসান। ২০১৯ সালের ছবিটি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এবার রাজ-তাহসান জুটি আবার এক সঙ্গে কাজ করছেন। নির্মাতার নতুন এই প্রজেক্টের নাম ‘মানি মেশিন’। ৫ অক্টোবর নির্মাতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওয়েব ফিল্মটির প্রথম পোস্টার। পোস্টারের একদম ওপরে লেখা ‘টাকার বাপ মা নেই, টাকা এতিম’।
‘মানি মেশিন’-এ তাহসানের চরিত্রের নাম মাসুদ। এতে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। যদিও এর আগে ছোট পর্দাতে তাদের অভিনয় করতে দেখা গেছে।
‘যদি একদিন’-এর মতোই এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। দেশীয় একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই প্রোজেক্টটি। ‘মানি মেশিন’ লিখেছেন মারুফ রেহমান। ওয়েব কনটেন্টটিতে আছে সাসপেন্স। আছে পারিবারিক গল্পও।
ওয়েব ফিল্মটিতে তাহসান খান ছাড়াও অভিনয় করছেন তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মণিরা আক্তার মিঠু, শাকিরা সাবা, ফখরুল বাশার, মিলি বাশার, হারুন রশিদসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি