চলতি বছরের এপ্রিলে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত একটি ঘটনাকে অবলম্বন করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। ৯০ মিনিটের এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফি।
অনেকদিন আগেই প্রকাশ পেয়েছিল ছবিটির একটি পোস্টার। তারপর অন্তর্জালে প্রকাশ পেয়েছিল ওয়েব ফিল্মটির টিজার। এবার প্রকাশ পেল ফিল্মটির ট্রেলার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’।
ট্রেলারে উঠে এসেছে ধর্ষণের বর্বরতা এবং মর্মান্তিকতার গল্প। এতে তাসকিন রহমান ছাড়াও অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম, রাহুল,আরিয়া আরিত্রা, মাহফুজুর রহমান।
সম্প্রতি ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ। এমন সময় প্রকাশ পেলো ওয়েব ফিল্মটির ট্রেলার। ট্রেলারে পরতে পরতে উঠে এসেছে লোমহর্ষক কিছু আকুতি। আর সমাজের অমীমাংসিত বাস্তব কিছু নির্মম সত্য।
ধর্ষণের বর্বরতা এবং মর্মান্তিকতার বিষয় জানোয়ার ফিল্মটির দর্শক গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিতে পারে। শিগগিরই সিনেমাটিক অ্যাপে মুক্তি পাবে জানোয়ার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি