গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, একই সময়ে মারা গেছেন ৬ হাজার ৪২৪।
জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ৬৭ লাখ। এর মধ্যে ১০ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত হারে বাড়ছে।
অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা শান্ত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হারও দ্রুত বাড়ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি