চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের হার এবার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর সংক্রমণ হার এক লাফে ৯ দশমিক ১৬ শতাংশে ওঠার পর থেকে ১০-এর কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। গতকাল ১০ দশমিক ২৬ শতাংশ হয়েছে, যা সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, গতকাল চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে এ জেলার ৮৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৭ জনের শরীরে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৭৪ জন শহরের বাসিন্দা এবং অপর ১৩ জন গ্রামের।
ফলে চট্টগ্রামে সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে এখন ১৯ হাজার ৫১৪ জন। তবে এসময়ে করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্টে জানা যায়, গতকাল শুক্রবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে। এখানে ২৫৮ জনের নমুনার মধ্যে ২৮ জন করোনাভাইরাসবাহক বলে চিহ্নিত হন। (সুত্র:বাসস)