প্রথম ধাক্কা কাটতে না কাটতেই ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত হয়েছে।
মহাদেশটিতে একদিনে এক লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ফ্রান্সে ২০ হাজার, যুক্তরাজ্যে ১৩ হাজার, রাশিয়ায় ১২ হাজার, চেক প্রজাতন্ত্রে ৮ হাজার এবং স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ইউক্রেন ও বেলজিয়ামে ৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
চার হাজারের বেশি শনাক্ত হয়েছে জার্মানী ও পোলান্ডে। এদিকে, স্পেনে করোনায় মৃত্যুহার বাড়তে শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে জরুরী অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ১০ লাখ ৭২ হাজারের বেশি।
আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৭৯ লাখ মানুষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি