সারা বিশ্বে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ৩ কোটি সাড়ে ৭৪ লাখেরও বেশি।
এদিকে দৈনিক মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজারের বেশি। মোট আক্রান্ত ৭০ লাখ ৫১ হাজারের বেশি। ব্রাজিলে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।
দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত ৫০ লাখ ৯২ হাজার। তবে বিশ্বে মৃত্যু ও সংক্রমণে এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৬৩৫ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ১৯ হাজারের বেশি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি