বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, “ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ”। এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় ডায়াবেটিস সমিতি চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে, শাহ নেয়ামতুল্লাহ কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক ডা. মো. দুরুল হোদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা, সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম।
শেষে, প্রধান অতিথি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি