আমরা যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি তারা অনেক সময় প্রিয় চরিত্রগুলোকে পর্দায় দেখতে চাই। তবে নারী গোয়েন্দাদের তেমন ভাবে পর্দায় দেখা যায়নি। এখন সেই অবশিষ্ট অংশকে পূরণ করতেই পর্দায় আসতে চলেছে মহিলা ডিটেকটিভ ফ্রাঞ্চাইজি ‘দময়ন্তী’।
ইতিহাসের বুদ্ধিদীপ্ত শিক্ষিকা দময়ন্তী দত্ত, যিনি গোলকধাঁধাঁ নিমেষে সমাধান করতে পারেন বুদ্ধির জোরে, সেই কাহিনিই ফুটে উঠবে এই আসন্ন সিরিজে। দময়ন্তীর ভূমিকায় অভিনয় করছেন তুহিনা দাস ।
দময়ন্তীর সিরিজের টাইটেল গান মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শরমিন সুলতানা সুমি। বাংলাদেশের ব্যান্ড চিরকুট-ই করেছে এই গানটির কম্পোজ ও পরিচালনা।
সিরিজে দময়ন্তীর চরিত্রের নানা শেড দেখানো হয়েছে। তার শক্তি ও সৌন্দর্যের মিশেলে এক ঝলক দময়ন্তী ফুটে উঠছেন পর্দায়। গানটিও অত্যন্ত সুন্দর ও সতেজ।
দময়ন্তী সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন ও রোহন ঘোষ। এবারের দুর্গাপুজায় হইচইতে মুক্তি পাবে দময়ন্তী। মনোজ সেনের বিখ্যাত লেখা ‘রহস্য সন্ধানী দময়ন্তী’র উপর তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। এই সিরিজের প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি