ঘরোয়া নতুন মৌসুম শুরুর আগেই, মাঠে ফিরছে জাতীয় দল। নভেম্বরে নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফিফার নভেম্বর উইন্ডোর ১১ থেকে ১৯ তারিখের মধ্যে ঢাকায় হবে ম্যাচগুলো। শুক্রবার অল নেপাল ফুটবলঅ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে গোল নেপাল ডট কম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বাফুফে।
দেশাই উৎসবের পর প্রস্তুতি ক্যাম্প শুরু করবে নেপাল। হেড কোচ জেমি ডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের সাথে চুক্তি নবায়ন হলেও ফিটনেস ট্রেনার ও ভিডিও অ্যানালিষ্টের সাথে খন্ডকালীন চুক্তি করতে চায় বাফুফে। আর গোলরক্ষক কোচ বব মিমস ইস্ট বেঙ্গলে যোগ দেয়ায় নতুন কোচের সন্ধানে ফেডারেশন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি