প্রথম স্কুলে ঢোকার অভিজ্ঞতা কারও মনে থাকে। কারও আবার তা হারিয়ে যায় ব্যস্ততার স্তূপের নিচে। তারপর যে জীবন শুরু হয় তা শুধু পড়াশোনার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। অজস্র টুকরো টুকরো স্মৃতি সারাটা জীবনকে সমৃদ্ধ করে। এমনই স্মৃতি ফেরাল পরিচালক হনসল মেহতার ‘ছলাং’।
স্কুলেই নীলু ও পিটি টিচার মন্টুর প্রেম শুরু হয়। কিন্তু স্কুলে আরেকজন পিটি টিচার মিস্টার সিং যোগ দেওয়ার পর থেকেই জীবন বইতে শুরু করে অন্য প্রবাহে। মন্টু ও নীলুর প্রেমকাহিনিতে মিস্টার সিং-ই হয়ে ওঠে ভিলেন।
ট্রেইলারের দ্বিতীয় ভাগে দেখা যায় মন্টু এবং মিস্টার সিং এর লড়াই। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প। তবে শেষ পর্যন্ত কে পরলেন বিজয়ীর মালা তা জানতে দেখতে হবে এই ছবিটি।
ছলাং খুবই মজার এবং তারই সঙ্গে একটা আকর্ষণীয় যাত্রার গল্প। স্কুলের গণ্ডিতে খেলাধূলার গুরুত্ব এবং তা নিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে ছবির প্লটে।
ছলাং ছবির পরিচালক হনসল মেহতা। ছবিতে বিশেষ ভুমিকায় রয়েছেন ইলা অরুণ, সৌরভ শুক্লা, সতীশ কৌশিকের মত অভিনেতা। ক্যামিও চরিত্রে দেখা যাবে গায়ক হানি সিং কে। ছবিটি ১৩ নভেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি