টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে কলকাতা সিনেমার পাশাপাশি বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। এ রই মধ্যে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
এদিকে ‘প্রেম চোর’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন শান্ত খান। এতে শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী নেহা আমান দ্বীপ। বর্তমানে শান্ত খান অভিনীত দু’টি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
গেল বছর শুরু হয় ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শ্রাবন্তী-শান্ত। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমা গত রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব কাজ বন্ধ হয়ে যায়।
প্রথমবারের মতো শ্রাবন্তী ও শান্ত খান জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। একটি রোমান্টিক গানের শুটিং বাকি আছে। বিমান চলাচল বন্ধ থাকায় দুবাই গিয়ে শুটিং করা সম্ভব হয়নি। এখন বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় ১ নভেম্বর দুবাই তারা।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তী-শান্ত ছাড়াও অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন।
এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও সম্পন্ন হয়েছে। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি