বিয়ের পর প্রথম পুজো সৃজিত-মিথিলার। করোনা আবহে এবার উৎসবটা তোলা থাকলেও একসঙ্গে চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়ার সঙ্গে হৈ-হুল্লোড়ে মেতে উঠতে তৈরি সৃজিত-মিথিলা।
করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন একে অপরের থেকে দূরে থাকার পর ফের শ্যুটিংয়ের কাজে মুম্বাই উড়ে গিয়েছিলেন সৃজিত। সদ্যই কলকাতা ফিরেছেন পরিচালক। এর মাঝেই সুখবর দিলেন মিথিলা। আইরাকে নিয়ে দিব্বি দিন কাটছিল এই দম্পতির। তবে আইরার ভালোবাসায় ভাগ বসাতে দুই খুদে সদস্য এল এই পরিবারে। তাদের ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলেন মিথিলা।
এই সুন্দরী বাড়িতে এনেছেন দুটি কচ্ছপ। আদর করে তাদের নাম রেখেছেন- হ্যারি আর হারমাইনি। বোঝাই যাচ্ছে মেয়ের আবদার পূরণেই এমন নাম।
এই কচ্ছপ জুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন- তবে রন কোথায়?
জবাবে মিথিলা বলেন, ‘পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?
নিউজ ডেস্ক/বিজয় টিভি