ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ঢাকাই সিনেমার গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু’র সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ছবি থেকে সরে গেলেন বাপ্পী চৌধুরী। ১৭ অক্টোবর দীঘির বিপরীতে বাপ্পীকে নিয়ে নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছিলেন নির্মাতা ঝন্টু।
সপ্তাহ না যেতেই পরিচালক জানালেন, বাপ্পী এ ছবি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। নতুন করে নেয়া হয়েছে সাইমন সাদিককে।
চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানান, ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো তুমি নেই’ এর শুটিং শুরু করবেন। বর্তমানে বাপ্পীর চুল ছোট। একমাসের মধ্যে চুল বড় হওয়া সম্ভব নয়।
সেজন্য বাপ্পী নিজেই সরে গেছেন। যদি আরও দুমাস অপেক্ষা করি তাহলে চুল বড় হলে ছবিটা করতে পারবে। কিন্তু অপেক্ষা করা সম্ভব নয়। নায়ক বাপ্পী তার ‘সাইনিং মানি’-ও ফেরত দিয়েছে বলে জানান দেলোয়ার জাহান ঝন্টু।
তিনি জানান, বাপ্পী সাইনিং মানি রিটার্ন দিয়েছে। বাপ্পীর সরে যাওয়ায় সাইমন করবে ‘তুমি আছো তুমি নেই’, আর নায়িকা তো দিঘী আছেই। সাইমন-দীঘিকে নিয়েই ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি