দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী নতুন ছবি ‘মুক্তি’ তে অভিনয় করছেন রাজ রিপা। সম্প্রতি মোটর সাইকেল চালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকাই ছবির এই নবাগতা নায়িকা । তার গলার নিচের হাড় ফেটে গেছে। যে কারণে এক মাস পিছিয়ে গেছে ছবির শুটিং।
জানা যায়, ১৫ দিন আগে চলছিল তার ট্রেনিং সেশন। কারণ, ছবিতে তাকে বাইক, সাইকেলসহ অনেক কিছুই চালাতে হবে। তবে কিছু স্টান্টের অনুশীলন করতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান। এ কারণে নভেম্বরের শেষ দিকে শুরু হবে ‘মুক্তি’ ছবির কাজ।
করোনার কারণে প্রথমেই পিছিয়ে গিয়েছিল এর শুটিং। সম্প্রতি বায়ো বাবল সুরক্ষায় শুরু হয় এই অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির কাজ। এরইমধ্যে আহত হয়ে ৬ সপ্তাহের বিশ্রামে চলে গেলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি