করোনা বিপর্যয়ের মধ্যেও গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউস ১০ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে।
গত অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছিল ১৩ হাজার ৭ দশমিক ১৩ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরে একই সময়ে রাজস্ব আহরণ হয়েছে ১৩ হাজার ১৭ দশমিক ২৬ কোটি টাকা।
যা গত অর্থবছরের তুলনায় ১০ দশমিক ১৩ কোটি টাকা বেশি। এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম জানান, আগের তুলনায় আমদানি-রপ্তানিতে অনিয়ম কমে যাওয়ায় রাজস্ব আয় বেড়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি