গেল দুই সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের সিনেমাহলে প্রদর্শিত হচ্ছে সিনেমা ঊনপঞ্চাশ বাতাস। ৬ নভেম্বর ছবিটি যুক্ত হচ্ছে খুলনার লিবার্টি আর কক্সবাজারের স্কাই প্রেক্ষাগৃহে। সবখানেই ছবিটি হচ্ছে প্রশংশিত। এবর দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে মুক্তি পেতে যাচ্ছে ঊনপঞ্চাশ বাতাস। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, বিদেশ থেকে ছবিটির জন্য প্রচুর প্রস্তাব পাচ্ছেন তারা। যার শুরুটা করছি ব্রিসবেন থেকে।
এরপর সিডনি, মেলবোর্ন হয়ে বিভিন্ন দেশে যাবে। ‘ঊনপঞ্চাশ বাতাস’ ব্রিসবেনের দুটি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর। এটি সেখানে পরিবেশন করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন নামের একটি প্ল্যাটফর্ম। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
ছবির গল্পটি প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি