করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এই খাতে ক্রয় আদেশ কমতে শুরু করেছে বলেও জানিয়েছেন শিল্প মালিকরা।
সেই সাথে অনেক ক্রয় আদেশ বাতিল এবং স্থগিত করা হচ্ছে। কয়েক মাস এমন নেতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে বলে আশংকা উদ্যোক্তাদের।
করোনা অতিমারির প্রথম দফার নেতিবাচক প্রভাবে বাংলাদেশের তৈরী পোশাক খাতে রপ্তানি আয়ে ধস নামে। তবে প্রথম দফার প্রভাব কাটিয়ে জুন থেকেই ঘুরে দাঁড়ায় এই খাত।
কিন্তু ইউরোপসহ বিভিন্ন দেশে আবার করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে, এই খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি