চলনবিলের পানি নামার সঙ্গে সঙ্গে রসুন চাষে কৃষকের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নারী-পুরুষ ও পাশাপাশি ছোট ছোট ছেলে-মেয়েরাও বিলের জমিতে লাইন ধরে বসে রসুনের কোয়া রোপণ করছেন।
এ বছর চলনবিলের বিভিন্ন এলাকার কৃষি জমিগুলোতে আমন ধান কাটা শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগে থেকে। এ সকল উপজেলায় বিনাচাষে রসুনের বাম্পার ফলন হয়। এ কারণে প্রতি মৌসুমে এলাকার কৃষকরা এখানে বিনাচাষে রসুনের আবাদ করেন।
এভাবে রসুন চাষ লাভজনক হওয়ায় দিন দিন এ অঞ্চলের কৃষকদের আগ্রহও বাড়ছে বলে জানালেন, তাড়াশ উপজলো কৃষি র্কমর্কতা।
কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর, চলনবিলের তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজলোয় ২০ হাজার হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি