চলতি বছরের অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ৫৩ হাজার ২৫৪ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের মাস থেকে ৮ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। অক্টোবর শেষে নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বর মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫টি। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৯ শতাংশ। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৭১৮ কোটি টাকা। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি