সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত পাঁচ মাসে ৬৭২ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কম।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এ বন্দর দিয়ে ৮৬ হাজার টন বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। এ সময়ে ভারতের বাজারে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে ছিল রাইস ব্র্যান অয়েল, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারকেল শলা, মধুসহ আরো নানা পণ্য।
রফতানিকারকরা জানান, করোনা মহামারির কারণে চলতি অর্থবছরের এ সময়ে রফতানি কমেছে। তবে মহামারির প্রভাবে শুরুতে ধস নামলেও ধীরে ধীরে আবারো রপ্তানি বাড়তে শুরু করেছে।