করোনা মহামারির মধ্যেও তুরস্কে চায়ের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি থেকে পণ্যটির রপ্তানি ১৭ শতাংশ বেড়ে ৪ হাজার টন ছাড়িয়ে গেছে।
ইস্টার্ন ব্ল্যাক সি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে ৪ হাজার ১৩৫ টন চা রপ্তানি করা হয়েছে। এতে দেশটির রপ্তানিকারকরা মোট ১ কোটি ৫৪ লাখ ডলার আয় করেছে। চলতি বছরে সবচেয়ে বেশি চা রফতানি হয়েছে ইউরোপের দেশ বেলজিয়ামে।