করোনা মহামারিতেও বিশ্বের অনেক দেশে রেমিটেন্স বা প্রবাস আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বাংলাদেশে এর চিত্র উল্টো। ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাস আয়।
মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর অন্যান্য খাতের ন্যায় প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্সেও নেতিবাচক প্রভাব পড়ে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় এই খাত। মে মাস থেকে বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ।
২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯০ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময় রেমিটেন্স এসেছিল ৭৭১ কোটি ৬২ লাখ ৫০ হাজার ডলার।