ভার্চুয়াল আইডি কার্ডধারী আইটি ফ্রিল্যান্সারদের সহজে ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল, দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে দেয়া এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পের মধ্যে ফ্রিল্যান্সারদের কার্যক্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যেই সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।