কলাগাছের আশ্চর্যজনক ভেষজ গুণ রয়েছে। কলাগাছের প্রতিটি অংশই স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয়। কলাপাতার রসেই এতো গুণ আছে যে, এই রস টনিক হিসেবে ব্যবহার করলে মানুষ সচরাচর ভোগা বহু অসুখ-বিসুখ বিশেষ করে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, রক্তস্বল্পতা, অম্লপিত্ত, উচ্চরক্তচাপ এবং লিভারের দোষ নাশ হয়। কলাপাতায় কী কী গুণ আছে দেখে নিন-
- সবুজ কলাপাতার আস্তরণ আপনার শরীরকে ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা আপনার শরীরের প্রতিটি কোষকে আরাম দেয়। কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা স্কিন ড্যামেজকে আটকে দেয়। অকালেই ত্বকে ভাঁজ পড়া আটকাতে সাহায্য করে কলাপাতার ফেসপ্যাক।
- ট্যান কমাতে সক্ষম-ত্বকের ট্যান কমাতে সক্ষম কলাপাতার ফেসপ্যাক। এতে ক্ষত সারানোর ক্ষমতাও রয়েছে।
- চুলের খুশকি সমস্যার সমাধানেও কলা পাতা সিদ্ধহস্ত। এতে চুলের গোড়ার চুলকানি ভাবও কমে যায়। সেই কারণে তা মাথায় ব্যবহার করলে আরাম পাওয়া যায়। পাশাপাশি মাথাও ঠান্ডা করে। যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁরাও কলাপাতা ব্যবহার করে উপকার পাবেন।
- কলা পাতার ওপর কয়েকটি বরফের কিউব ঘষে নিয়ে ত্বকের ওপর প্রয়োগ করলে ত্বক আরো উজ্জ্বল ও সতেজ দেখায়। কলাপাতায় নিয়মিত খাবার খেলেও ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে। কারণ এই পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিককে বের করে দিতে সাহায্য করে।