নিষেধাজ্ঞার কারণে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ (০২ জানুয়ারি) শনিবার বিকালে পেঁয়াজবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে। বন্দরের ম্যানেজার মাঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার পেঁয়াজ এসেছে চারটি ট্রাকে। আরো বেশ কয়েকটি ট্রাক প্রবেশের জন্য ভারতের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষায় রয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। গত ২৮ ডিসেম্বর রপ্তানির নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে দেশটির বাণিজ্য মন্ত্রনালয়। ওই আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।