চলতি বছরের শুরুতেই ভোজ্যতেলের দাম মণপ্রতি ৫০-৬০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বছর শেষে ব্যাংক খাতে ঋণ পরিশোধের চাপের কারণে বাজারে পণ্যটির দাম নিম্নমুখী।
কয়েক দশকের মধ্যে দেশের বাজারে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে ভোজ্যতেল। সর্বশেষ ডিসেম্বরের শেষ দিকে সয়াবিনের পাইকারি দাম মণপ্রতি ৪ হাজার ২৩০ থেকে ৪ হাজার ২৪০ টাকা পর্যন্ত ওঠে। তবে, এক সপ্তাহের ব্যবধানে আবার মণপ্রতি ৫০-৬০ টাকা কমে যায় দাম।
অন্যান্য দেশে রপ্তানি শুল্ক বাড়ানো, মধ্য আমেরিকার দেশগুলো থেকে সয়াবিন আমদানিতে শুল্ক বৃদ্ধি, নতুন বছরের শুরু থেকে ভোজ্যতেল আমদানিতে শুল্ক কমানোর গুজবের কারণে বাজারে পণ্যটির দরপতন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।