আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ম্যানুফাকচারিং হাব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
গতকাল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে রাষ্ট্রদূত ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানান।
এসময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিটুবি সভা, হাসপাতাল নির্মাণ এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে থাকার পরিকল্পনার কথা জানান তুর্কি রাষ্ট্রদূত।
সভায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খানসহ উভয় দেশের চেম্বার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।