শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা গ্রহণের মাধ্যমে কাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষা উপমন্ত্রীর টিকা গ্রহণের পরে দায়িত্বশীল ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া হবে। এরপর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের টিকা প্রয়োগ করা হবে। টিকাদানে মহানগরে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হলেও প্রথমে শুধু চমেক হাসপাতাল কেন্দ্রে এ টিকা দেয়া হবে।