মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে।
সকালে, দাওই শহরে রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করে কয়েকশ মানুষ। ইয়াঙ্গুনেও রাস্তায় নামে নানা শ্রেণি-পেশার মানুষ। চলমান এ বিক্ষোভ থেকে সাত শতাধিক মানুষকে আটক করেছে জান্তা সরকার।
এদিকে, দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সদস্যদের সঙ্গে পরামর্শ করতে প্রথমবারের মতো থাইল্যান্ড সফরে গেছেন জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন। এ উদ্যোগ নিয়ে বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সন্দেহ দানা বাঁধছে। তারা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে জান্তা সরকারকে বৈধতা দেয়া হতে পারে।
অন্যদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।