তাপ সহনশীল, মরিচা প্রতিরোধকারী ও কম সেচে অধিক ফলনের প্রচারণায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র ও কৃষি অধিদপ্তর বারী গম-২৮ কর্তন ও মাঠ দিবস উদযাপন করেছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামে আব্দুল গফুর বকসীর উঠোনে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের মাঠ সমন্বয়কারী নাজমুল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র প্রমূখ।
আয়োজকরা জানান, গমচাষে কৃষষকদের উদ্বুদ্ধ করতে ও উন্নতজাত সম্প্রসারণে কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের আগ্রহী করে তুলতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজন করা হয়। গম কর্তন শেষে হেক্টরে গড়ে ৫ টন উৎপাদন হয়েছে বলে জানানো হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর সদর উপজেলায় ৯১০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এতে অর্জিত হয়েছে ৭৭০ হেক্টর জমিতে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি