মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক মেয়ে শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সহিংসতার ঘটনায় এটিই সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী।
নিহত মেয়েটির পরিবার বলছে, মান্দালয় শহরের নিজ বাড়িতেই তাকে হত্যা করা হয়েছে।
পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিক্ষোভ চলছে মিয়ানমারে।
এদিকে, সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।
সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে অধিকাররক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস-এএপিপি এর দাবি, নিহতের সংখ্যা অন্তত ২৬১ জন।
এর আগে মঙ্গলবার বিক্ষোভাকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বিক্ষোভকারীদেরকেই দায়ী করেছে।
সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সহিসংতা এবং অগ্নিকাণ্ডের পেছনে মূলত সেনা অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভই দায়ী।