মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৩ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আজ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ নিয়ে গত ১ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৪৬০ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত শনিবার দেশটিতে বিক্ষোভে একইদিনে প্রাণ হারান ১১৪ জন। ওইদিন নিহত একজনের শেষকৃত্য অনুষ্ঠানেও দেশটির নিরাপত্তা বাহিনী গুলি চালানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এসব হত্যাযজ্ঞের কারণে ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, মিয়ানমারের কারেন রাজ্যে সেনাবাহিনী বিমান হামলা চালালে অন্তত তিন হাজার বাসিন্দা সেখান থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।