দিন যত গড়াচ্ছে মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে জান্তা সরকারের সহিংসতা ততই বেড়ে চলছে। গত ১ ফেব্রুয়ারির পর থেকে দেশটিতে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
মিয়ানমারের ঘটনাবলি পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স এখন পর্যন্ত ৫১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা।
সোমবারও দেশটিতে বিক্ষোভে দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন বালুর বস্তার ব্যারিকেড সরিয়ে দিতে আগের চেয়েও ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে সেনাদের।
এদিকে, রাস্তায় আবর্জনা ছুঁড়ে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। এছাড়া বর্বরোচিত হামলার প্রতিবাদে জান্তা সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করছে আন্তর্জাতিক সংগঠনগুলো।