করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরে বেড়েছে সঞ্চয়পত্র বিক্রি। মূলধন নিশ্চিত ও বেশি মুনাফা পাওয়ায় সঞ্চয়পত্র কেনায় ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে, ৯১ হাজার ৮৭৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধ হয়েছে ৫৭ হাজার ১৪৮ কোটি টাকা।
ফলে, সঞ্চয়পত্র থেকে এ সময় নিট ঋণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭২৮ কোটি ৬৪ লাখ টাকা।