মহামারি করোনাভাইরাসের অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদানিতে বাংলাদেশ ব্যাংকের দেয়া নীতিসহায়তার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সম্প্রতি, এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারের কাছে পাঠিয়েছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এর আগে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমদানিতে নীতিসহায়তা দেয়ার কথা ছিল।
সার্কুলারে আরো বলা হয়, নীতিসহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতি বিদেশি রি-পেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করা যাবে।
এছাড়া, শিল্পের কাঁচামালের আমদানি মূল্য ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন মেয়াদে পরিশোধের সুযোগ থাকছে।