১৫০ দিনে চট্টগ্রামে ৯ হাজার ৮৯৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ৮৪ টাকা ৮৭ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রাতে এর পরিমাণ ৮৩ হাজার ৯৭২ কোটি টাকা।
চলতি বছরের পাঁচ মাসে পাঠানো এ রেমিট্যান্স গত এক বছরের ব্যবধানে বেড়েছে অন্তত দেড়গুণ।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনায় সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মহামারীর মধ্যেও প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখায় রেমিট্যান্সে সরকার ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। এ কারণে প্রবাসীদের অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতাও কমে গেছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চট্টগ্রামের দেয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে চট্টগ্রামে। যার পরিমাণ ১৪ হাজার ৬৬৫ কোটি টাকা।