চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে আগে দেড় মাসের মধ্যে আমদানি পণ্য খালাস নেয়ার বিধান থাকলেও এখন থেকে ৩০ দিনের মধ্যে তা খালাস নিতে হবে।
এছাড়া, বিমানবন্দর দিয়ে কোন পণ্য চালান আনা হলে তা ২১ দিনের মধ্যে খালাস করতে হবে। এ সংক্রান্ত একটি আদেশের চিঠি সকল সিএন্ডএফ ও বন্দর ব্যবহারকারি সংস্থার কাছে পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
তবে, ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, কোন একটা পণ্য চালানে দীর্ঘ সূত্রিতা হতে পারে, যেমন ফাইল যদি উধ্বর্তন কর্তৃপক্ষের দপ্তরে যায় তখন সময় লেগে যায়। আবার ল্যাব পরীক্ষাসহ নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষার কারণে সময় লাগতে পারে। সে ক্ষেত্রে আমদানিকারক বা সিএন্ডএফকে কোন জরিমানা গুণতে হবে না।