দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২০ জুন) সকালে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ত্যাগীদের মূল্যায়ন করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত অপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের কোন অবস্থাতেই দলে টানা যাবে না।
এসময় লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি উল্লেখ করে কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। তারা জনগণের জন্য কিছুই করেনি। তারা নিজেদের পকেট ভারী করতে চায়। ।
এসময়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।