দীর্ঘ তিন সপ্তাহ ধরে স্বস্তি নেই চট্টগ্রামের সবজির বাজারে। কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
নগরের সিডিএ কাজীর দেউড়ী মার্কেট, কর্ণফুলী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৫৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা ও পেপে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। তাই দাম বেড়েছে।
এদিকে, সবজির মত মাছের বাজারও চড়া। ক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে যত বেশি বৃষ্টি হচ্ছে, সবজির দামও সে হারে বাড়ছে। তাই সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।