নিউজ ডেস্ক / বিজয় টিভি
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মামলা সাগর-রুনি, তনুসহ অন্যান্য মামলার মতো যেন হারিয়ে না যায়, তা হাইকোর্টের নজরে থাকবে।
বৃহস্পতিবার নুসরাত হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন। আদালতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক। প্রধানমন্ত্রী নিজে এ ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়ায় হাইকোর্ট আলাদা করে কোনো নির্দেশনা দেননি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি