নিউজ ডেস্ক / বিজয় টিভি
বাজেট যাতে জনকল্যান মুখী হয় সে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
বৃহস্পতিবার দুপুরে খুলনার একটি হোটেলে প্রাক বাজেট ২০১৯-২০ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বলেন, এবার ভ্যাট আইন বাস্তবায়িত হবে। করের আওতা সম্প্রসারণ বিরাট চ্যালেঞ্জ। কিন্ত করের আওতা বৃদ্ধি করা না গেলে দেশের জিডিপির পরিমান বৃদ্ধি পাবে না। দেশের উন্নতি করতে গেলে জিডিপি বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি