ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত আসেনি তার মানে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি এ কথা সত্য নয়। জনগণ অংশগ্রহণ করবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, নৌকার বিকল্প কিছু নেই। নৌকায় ভোট দিতে হবে। নৌকার বাইরে গিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
এবারের নির্বাচনকে জটিল উল্লেখ করে মেনন আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে আজকে এই সভায় মিলিত হয়েছি। ইতোমধ্যে আপনারা জেনেছেন এবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়। এটি খুবই জটিল নির্বাচন। কারণ- এই যাত্রার শুরু থেকেই বিএনপি-জামায়াত জোট এবং তাদের ডান-বাম সহযোগীরা নির্বাচনকে বানচাল করার জন্য, আটকে দিতে ও রুদ্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছিলো। এর সাথে যুক্ত হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগগুলো। তারা কখনও নিষেধাজ্ঞা আরোপ করে কখনও ভিসানীতি আরোপ করে, আবার কখনও হুকুম জারি করে চেয়েছে তাদের মতো করে নির্বাচনকে সাজাতে চেয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, তাদের (যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশ) লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নয়। তাদের লক্ষ্য বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে সরিয়ে একটি অসাংবিধানিক এবং অস্থিতিশীল সরকার কায়েম করা। যাতে এই অঞ্চলে তাদের যে লক্ষ্য- বঙ্গোপসাগরে ঘাঁটি থেকে শুরু করে বাংলাদেশের গ্যাস ও দেশের ওপর নজরজারি করতে পারে। কিন্তু শেখ হাসিনা তখনই বলেছেন, সাত-সমুদ্র তেরো নদী পার হয়ে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই।